আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি অনেক বড় কিন্ত দয়া করে আমাকে তারাতারি উত্তর দিলে ভাল হয় কারন এ নিয়ে আমার পরিবারে অনেক সমস্যা হচ্ছে,আমার বোন তার বয়স ১৮ সে তার মা, বাবা, ভাই বা মুরব্বি কাউকে না জানিয়ে কাজি অফিসে একটি ছেলেকে বিয়ে করে যে কিনা কোন ভাবেই আমার বোনের সাথে কুফু হয়না,মেয়ের বাবা ঘটনা জানার পর অনেক কান্নাকাটি করে এবং বকা দেয়,বাবার কান্না আর জোরাজুরিতে মেয়েটি ছেলেটি তে তিন তালাক মুখে দেয় এবং কাজির কাছে গিয়ে লিখিতও কাগজে তালাক দেয়,পরবর্তীতে ছেলেকে এনে ছেলের মায়ের সামনে তালাকের জন্য জোর করা হয় এবং ছেলেটি লিখিতভাবে তিন তালাকে বায়েন দিয়ে সাক্ষর করে এবং তার মাও সাক্ষি হিসেবে সাক্ষর করে। এখন এরা ২ জন কি কোন ভাবে ২ জনের জন্য বৈধ করা যাবে?