আস-সালামু আলাই কুম। আমি মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। আমি আস-সুন্নাহ ট্রাস্টে গিয়ে একবার স্যারের সাথে দেখা করেছিলাম। এ পর্যন্ত প্রকাশিত সবগুলো বই কিনেছি। সর্বশেষ জিজ্ঞাসা ও জবাব (২) এবং হজ্জের আধ্যাতিক শিক্ষা বইটিও পড়ে শেষ করছি। স্যারের বই পেলে কোন ব্যস্ততাই আমাকে আটকাতে পারেনা। বর্তমানে আবার হাদীসের নামে জালিয়াতি বইটি পড়ছি।
আমার মামাতো ভাই (@Md. Jahidul Islam. আলকুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ ২০০০-২০০১ ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ইসলামী ব্যাংক ডাকবাংলা ঝিনেদা শাখায় কর্মরত। গত বছর খানেক বা কিছু কম বা বেশি থেকে সব ধরণের নামাজ ছেড়ে দিয়েছে। ★সে কথায় কথায় বলে এগুলো কুরআনে নাই। ★ হাদীস ভুয়া ★ ইমাম বুখারী (রমহমাহুল্লাহ) একটা বেয়াদব (নাউযুবিল্লাহ)।
সে ★গতবছর কুরবানী দেয়নি। * রোযা রাখেনা। ★এখন শুনছি এ ধরনের একটা দল আছে। এরা বলে হাদীস ২০০/৩০০ বছর পরে লেখা হয়েছে তাই মানা যাবে না। ★ আমি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম। তিনি সব শুনে বললেন এ ধরণের আত্বীয় থেকে দুরে থাকা নিরাপদ। আমি তাই দূরেই থাকি।
★★★ আমি আপনাদের অনুরোধ করছি একটি সতন্র বই বের করার জন্য। যেখানে এই হাদীস অস্বীকার কারী আহলে কুরআনদের উত্থাপিত সমস্ত প্রশ্ন ও তার অসারতা প্রমাণকারী জবাব থাকবে। আমি এর আগে স্যারের একটা বক্তব্য শুনেছি The authenticity of Hadith. আশা করব এ বিষয়টা আপনারা আপনাদের মজলিসে আলাপ করে এদের দাত ভাঙা জবাব দেওয়ার ব্যবস্থা করবেন। বিনীত নিবেদক
মো: বাছাদ আলী
সহকারী শিক্ষক ইংরেজি
মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মেহেরপুর। মোবাইল ০১৭১০৬৫৯৭৪৭.