As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3126

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Aug 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমার বাড়ি কলকাতা। আমাদের এখানে অনেক সময় রক্তদান উৎসব হয়। রক্তদান করলে তারা কিছু গিফট দেয় । এবং দূধ,কলা,ডিম ইত্যাদি টিফিন দেয়। এই টিফিনের জন্য সরকারি bloodbank গুলো মোটামুটি 50 টাকা করে দায়। এই 50 টাকা দিয়ে তারা রক্ত দাতা দের টিফিন দায়। শেষে সেই উপলক্ষে গানবাজনা, ফাংশন হয়। এবং বিভিন্ন নায়ক, খলোয়ার আসে। আমার প্রশ্ন হলো
1.ওই রক্তদান কি রক্ত দেওয়া যাবে? যেহেতু ফাংশন হয়। এবং ফাংশন ই মূল উদ্দশো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রক্ত দিয়ে চলে আসবে, কোন ধরণের শরীয়ত বিরোধী অনুষ্ঠানে অংশ নিবে না। তাদের কোন উপহারও নিবে না। এমন হলে সমস্যা নেই।