As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3124

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 Aug 2014

প্রশ্ন

বর্তমান প্রেক্ষাপটেঃ ধরে নেন, বিবাহের ক্ষেত্রে বর-কনে উভয় পক্ষই রাজি। এখন উভয় পক্ষের মতামত অনুযায়ী বিবাহের সময় নির্ধারন করা হবে ৮-১০ মাস পর। এই ৮-১০ মাস সময় তো মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ মুখের কথায় অপেক্ষা করবে না প্রচলিত নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে মেয়েকে আংটি অথবা নাকফুল পড়িয়ে রাখা হয়। সহীহ হাদিস অনুযায়ী এই নিয়ম ঠিক কি না? যদি ঠিক না হয় তাহলে এই ৮-১০ মাস সময় অপেক্ষা করার জন্য শরিয়ত অনুযায়ী কি করা যেতে পারে? আশাকরি উপযুক্ত পরামর্শ পাব।

উত্তর

আচ্ছা কোন পক্ষ যদি পরর্তীতে বিয়ে দিতে না চাই তাহলে কি এই আংটি বা নাকফুল পরানো কোন কাজে আসে? মোটেও না। সুতরাং এগুলো করার কোন প্রয়োজন নেই। সহীহ হাদীসে অনুযায়ী এই নিয়ম শতভাগ বিদআত। ৮-১০ মাস পর বিয়ে দিলেই হবে। অপেক্ষার জন্য কোন নিয়ম কানুন মানা শরীয়তে নেই।