As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 312

হালাল হারাম

প্রকাশকাল: 7 Dec 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম- স্যার । প্রশ্ন-বর্তমানে আমাদের দেশের প্রাইভেট ব্যাংক গুলোর সাথে বিভিন্ন কোম্পানী সার্ভিস প্রদান করে থাকে । এমতাবস্থায় সুদী ব্যাংকের সাথে সিকিউরিটি গার্ড, এটিএম লোডিং, ক্যাশ ক্যরিং, এমএলএসএস, কোম্পানী বা ব্যক্তিগত কারেন্ট এ্যাকাউন্ট করা ইত্যাদি লেনদেন করার ব্যাপারে কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে মাসায়ালা বা ব্যাখ্যা দেওয়ার জন্য বিশেষ আবেদন করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সুদভিত্তিক ব্যাংকগুলো অনেকটা মদের দোকানের মত। মদ বিক্রেতার বাড়িতে কাজ করা যায় কিন্তু মদের দোকানে কাজ করা জায়েজ নেই। তাই এই সব লেনদেন থেকে বিরত থাকায় শ্রেয়। অন্যদিকে এই কাজগুলোর সাথে সুদ লেখা বা সুদের সাক্ষ্য দেয়ার কোন বিষয় নেই যা থেকে বিরত থাকতে হাদীসে নির্দেশ দেয়া হয়েছে তাই না জায়েজ বলাও কঠিন। তবে সর্বাবস্থায় এই সকল লেনদেন বা কাজ থেকে বিরত থাকা একজন মূমিন মুসলিমের জন্য একান্ত কর্তব্য।