As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3118

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 13 Aug 2014

প্রশ্ন

আসসালামুআলাইকুম আমি আপনাদের মাধ্যমে জেনেছিলাম তাবলীগ জামাতের আমীর মানা ফরজ বা ওয়াজীব না বরং আমার জানামতে সরকার প্রধানকে মানা ফরজ কিন্তু এক তাবলীগী ভাই বলল আপনাদের মত নাকি সহীহ না কারন কুরআন হাদীসে নাকি আমীর মানা ফরজ বলা হয়েছে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের আমীর তা বলা হয়নি তাই তাবলীগ জামাতের আমীর মানা নাকি ফরজ! আমি জানতে চাই এমন কি কোন দলিল আছে যা দারা বোঝা যায় তাবলীগ জামাতের আমীর মানা ফরজ না? কারন সেই ভাই আমাকে জোরালোভাবেই বলেছে এরকম কোন দলিল নাকি কুরআন হাদীসে নাই হজরত আশা করি দলিল দিয়ে বুঝিয়ে দিবেন

উত্তর

তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। প্রয়োজনে 01762629405