As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3108

সালাত

প্রকাশকাল: 3 Aug 2014

প্রশ্ন

ফজরের ফরজ নামাজের পরে ইমাম সহ সবাই উচ্চস্বরে সুরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করে এটা কি সুন্নাহ সম্মত?

উত্তর

সূরা হাশরের তিন আয়াত পাঠ করতে পারেন। তবে একসাথে উচ্চস্বরে পড়া সুন্নাহসম্মত নয়। শেখানোর উদ্দেশ্যে ইমাম সাহেব মাঝে মাঝে এমন করলে সমস্যা নেই।