As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3095

আকীকা

প্রকাশকাল: 21 Jul 2014

প্রশ্ন

শায়েখ আসসালামু আলাইকুম। গত 09/08/2018 তারিখে আমার এক ছেলে সন্তান জন্মগ্রহন করে আমি নিয়ত করছি সপ্তম দিনে অথ্যাৎ 15/08/2018 তারিখে আমার সন্তানের আকিকা করব। কিন্তু অনেকে বলছে যে কোরবানের চাঁদ উঠলে কোরবানের আগে নাকি কোন পশু জবাই করা য়ায না কোরান সুন্নাহের আলোকে দয়া করে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অনেকে যা বলেছেন তা ভুল। শিশু জন্মের ৭ম দিনেই আকীকা দিতে হয়। কুরবানীর চাঁদ উঠলেও কোন সমস্যা নেই।