আস সালামু আলাইকুম। স্যার আমার এক বন্ধু একটি নির্দিষ্ট কাজের কাজের জন্য মানত করেছিল যে সেই কাজ টি হলে তাদের মসজিদে বা মাদ্রাসাতে একটি কোরআন দেবে। এবং সেই কাজটি সে পেয়েও যায়। মানত পুরো করার সময় দেখলো যে ওই মসজিদ,মাদ্রাসাতে অনেক কোরআন আছে যা পড়ার লোক নেই। অর্থাৎ অনেক কোরআন আছে। এখন আমার প্রশ্ন হলো
1. যে জিনিস মানত করাহয় সেই জিনিস কি দিতে হবে?
2.আমার ঐ বন্ধু কি 1 টি কোরআন এর বাজার দর যা দাম সেই পরিমাণ অর্থ দিয়ে মসজিদ বা মাদ্রাসার অন্য কোনো কাজে লাগিয়ে তার মানত পুরা করতে পারবে? প্লীজ একটু বিস্তারিত জানাবেন। খুব প্রয়োজন