হুজুর, আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন: নামাযে আমরা সুরা ফাতেহার পর অন্য সুরা বা আয়াত পাঠ করি। সুরা ফাতেহার পর যে সুরা গুলি পাঠ করি তার কোন ধারা বাহিকতা আছে কি না। যেমন কুরানের সিরিয়াল নম্ব্রর অনুযায়ী প্রথমে পরের সুরা পরে তার আগের সুরা পাঠ করা যাবে কি না। যদি না যায়, কখনো ভুল হলে তার সংশোধন কিভাবে করব। দয়া করে যানাবেন।