As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3087

সালাত

প্রকাশকাল: 13 Jul 2014

প্রশ্ন

اسلام عليكم ورحمتالله وبركته
১। রাতে যে লুঙ্গী পরে ঘুমায় সে লুঙ্গী পরে কি নামাজ পরা যায়?
২। হাফ হাতা জুব্বা দিয়ে কি নামাজ পরা যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, রাতে যে লুঙ্গী পরে ঘুমায় সে লুঙ্গী পরে নামায পড়া যাবে। কোন সমস্যা নেই। ২। হ্যাঁ, হাফ হাতা জুব্বা পরে নামায পড়া সহীহ হবে। কোন অসুবিধা নেই।