আপনাকে ধন্যবাদ যে, আপনি উক্ত হাদীসগুলো বাংলাতে পড়েই কোন সিদ্ধান্তে উপনীত না হয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন। মুযার উপর মাসেহ সহীহ হওয়া জন্য প্রথম শর্তই হলো পবিত্রতা অর্জন তথা ওযু করার পর পরতে হবে। দলীল নিচের হাদীস: عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ فَمَسَحَ عَلَيْهِمَا মুগীরা ইবনে শুবা রা. বলেন, আমি নবী সা. এর সাথে এক সফরে ছিলাম। আমি তার মুজা খুলতে ইচ্ছা করলাম। তখন তিনি বললেন, মোজাদ্বয়কে রেখে দাও; কারণ আমি সে দুটো পবিত্র অবস্থায় পরিধান করেছি। সহীহ বুখারী, হাদীস নং ২০৬। উক্ত হাদীসে রাসূলুল্লাহ সা. স্পষ্ট বলেছেন, আমি মুজাগুলোকে পবিত্র অবস্থায় পরিধান করেছে। এর অর্থ হলো অবিত্র অবস্থায় পরিধান করলে মুজা পায়ে রেখে তার উপর মাসেহ করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। মুজার উপর মাসেহ করার শর্তগুলো বিস্তারিত জানতে ভিজিট করুন https://islamqa.info/bn/9640