স্যার আসসালামুয়ালাইকুম। আপনার আবগতির জন্য জানাচ্ছি যে আমি নিম্নোক্ত নিয়মে সালাত আদায় করি কিন্তু এইসব নিয়মের পক্ষে সুন্রিদ্রিষ্ট কোন রেফেরেন্স/দলিল সম্পর্কে জানিনা। রসূল (সাঃ) এর সুন্নাহ্ অনুসারে মহান আল্লাহ্ র ইবাদত করতে চাই। আপনার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে নিম্নোক্ত বিষয়গুলো আপনার কোন পুস্তকে রেফারেন্স/দলিল সহ বর্ণনা করা আছে জানালে কৃতজ্ঞ থাকব। ১। সুরা ফতিহা শেষে জোরে আমিন বলা। ২। রুকুতে যাওয়ার আগে ও রুকু থেকে উঠার সময় কান/কাধ পর্যন্ত হাত উঠানো। ৩। বইঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাৎ আঙ্গুলে ঈশারা করা ও শাহাদাৎ আঙ্গুল নাড়ানো। ৪। কাতারে পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল লাগিয়ে দাঁড়ানো। ৫। বিতরের সালাত ১ রাকাত আদায় করা। মহান আল্লাহ্ আপনার সহায় হবেন ইনশাআল্লাহ্। আসসালামুয়ালাইকুম।