As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3071

ঈদ কুরবানী

প্রকাশকাল: 27 Jun 2014

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। ১. বাবা বাড়িতে তার জমিতে চাষাবাদ করেন, আমরা যোথ পরিবারে থেকে ৩ ভাই মিলে বাবাকে টাকা দিলে বাবা সেই টাকা দিয়ে অন্য জনের সাথে শরিকে কোরবানি দেন তার নিজের পক্ষ থেকে। অথচ ৩ ভাইয়ের উপার্জন হিসেব করলে ৩ জনের উপরই আলাদা আলদা ভাবে কোরবানি ওয়াজিব হয়ে আছে। প্রশ্ন হল পরিবারের পক্ষ হতে শুধু বাবা কোরবানি দিলে কি আমরা ৩ ভাই এর কোরবানি আদায় হবে নাকি সবাইকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। ২. বাবার যেহেতু তেমন ইনকাম নেই সেই ক্ষেত্রে উনার উপর কোরবানি ওয়াজিব কিনা?
২. যেহেতু কোরবানি একটা ইবাদত, তাই আমার বেক্তিগত ইচ্ছা হল ভাইদের সাথে শরীক না হয়ে আমি নিজে কোরবানি করব, এই ক্ষেত্রে বাবা মা, এবং ভাইরা মনে কষ্ট নিলে কি আমার গুনাহ হবে? এই ক্ষেত্রে আমার করনীয় কি হবে বললে উপকৃত হব। (উল্লেখ যে ভাইরা নামাজের এবং দ্বীনের অন্যান্য বিষয়ে উদাসীন। তাই উনাদের সাথে শরীকে কোরবানিতে আমার ইচ্ছা হয় না। )
প্রশ্ন গুলোর উত্তর পেলে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নের ভাষ্যমতে আপনার পিতার উপর কুরবানী ওয়াজিব নয়। আপনাদের তিন ভাইয়ের উপর কুরবানী ওয়াজিব। সুতরাং আপনাদের তিন ভাইয়ের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানী করতে হবে। আপনি বাড়িতে আলাদা পশু কিনে কুরবানী করবেন। গোশত সবাইকে দেবেন। এতে তারা মনে কষ্ট নিবে বলে মনে হয় না। আর মনে কষ্ট নিলেও আপনি আলাদা কুরবানী করবেন।