As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3068

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Jun 2014

প্রশ্ন

জন্মদিন পালন করা ইসলামে কেন যাবে না? দলিল যুক্তি

উত্তর

রাসূলুল্লাহ সা. বা সাহাবীদের থেকে জন্মদিন পালনের কোন ইতিহাস জানা যায় না। খৃষ্টানরা মূলত যিশু খৃষ্টের কথিত জন্মদিন পালনের মাধ্যমে এর সূচনা করে। আর রাসূলুল্লাহ সা. বলেছেন مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভূক্ত হবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪০৩৩ হাদীসটি সহীহ।