As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3066

আকীকা

প্রকাশকাল: 22 Jun 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন সরকারি চাকরিজীবী। আমার একমাত্র ছেলে সন্তানের বয়স প্রায় ০৭ (সাত) মাস। আমি আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি। আমার বর্তমানে কিছু টাকা ব্যাংক ঋণ আছে। এমতাবস্থায় আমি কিভাবে আকিকা দিতে পারি? এখনই আকিকা দেওয়া জরুরী কি না? জানালে উপকৃত হব। আর দিতে হলে গরু না ছাগল আকিকা দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শিশু জন্মের ৭ম দিনে আকীকা করা সুন্নাত, সম্ভব হলে এই সময়ই আকীকা দেয়া উচিত। ৭ম দিনে আকীকা না দিয়ে থাকলে পরে যে কোন সময় দেয়া যাবে। ছোট পশু দিয়ে আকীকা দেয়ার কথা হাদীসে আছে, সুতরাং ছাগল দিয়ে আকীকা দিবেন, গরু দিয়ে নয়।