সর্বনিম্ন তিন তাসবীহ পড়বেন। বেশী পড়তে কোন সমস্যা নেই। এবং প্রচলিত তাসবীহ ছাড়াও কুরআন- হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়া যায়।রাসূলুল্লাহ সা. বলেছেন, فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِى الدُّعَاءِ তোমরা রুকুতে মহান রবের বড়ত্ব বর্ণনা কর এবং সাজদাতে বেশী বেশী দুআ করো। সহীহ মুসলিম, হাদীস নং ১১০২ । এ জাতীয় আরো সহীহ হাদীস বর্ণিত আছে। আশা করি বুঝতে পেরেছেন।