As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3059

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 15 Jun 2014

প্রশ্ন

প্যান্ট টাইট হওয়ার কারনে দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি.? দোকান চালায় আমি সেক্ষেত্রে প্যান্ট ছাড়া কাজ করা মুশকিল।

উত্তর

ঢিলে-ঢালা প্যান্ট পরে বসে পেশাব করবেন। যে পোশাক পরে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না সেই পোশাক অবশ্যই বর্জন করতে হবে।