As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3033

সালাত

প্রকাশকাল: 20 May 2014

প্রশ্ন

শায়খ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাসার বেশ খানিক দূরে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কথাবার্তা খুবই ভালো কিন্তু তিনি ইসলাম সম্পর্কে যেসকল আলোচনা করেন তা অধিকাংশ জহিব, জাল অথবা মুনকার। এছাড়াও তিনি তাবিজ করা, বাসায় বাসায় মিলাদ পড়ানো সহ বিভিন্ন বেদআতি কাজে নিয়োজিত। আপনার বিভিন্ন আলোচনা শুনে বুঝলাম যে একজন ব্যক্তির ভালো মন্দ কথা থেকে শুধুৃমাত্র ভালো কথাটাকেই বেছে নিতে হবে এবং হাদিসের সাথে মিলিয়ে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি একজন মানুষ এভাবে কথা বলে যে তার অধিকাংশ জাল হাদিস, সেক্ষেত্রে তো তার কোন কথাটা সঠিক আর কোনটা ভুল তা আমি ধরতে পারব না। যার কারণে আমি বাসার পাশের মসজিদে আলোচনা ও সালাত না পড়ে জামে মসজিদে প্রতি শুক্রবার সহিহ আলোচনা ও সালাত আদায় করি। এ জন্য আমার বাবা বলল বাসার পাশের মসজিদ রেখে দূরের মসজিদে গিয়ে সালাত আদায় করলে সেই সালাত হবে না। এ মর্মে কি কোনো সহিহ হাদিস আছে? আর যাি থেকেও থাকে তাহলে কি আমি সহিহ আলোচনা না শুনে ও সালাত না পড়ে বিদআতি আলোচনা ও সালাত পড়ব? উত্তরটা জানালে খুশি হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

আপনি উত্তম আমলটিই করছেন। যেখানে সহীহ আলোচনা হয়, সহীহ মানহাজের আলেম সালাত আদায় করান, সেটা বাসা থেকে দূরে হলেও সেখানেই সালাত আদায় করা উচিত। তবে আপনার বাসার পাশের ইমাম যেহেতু কথা-বাতায় ভাল তাই আপনি তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। আল্লাহ চায় তো তিনিও সহীহ বিষয়ের উপর চলবেন।