As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3023

শিরক-বিদআত

প্রকাশকাল: 10 May 2014

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম। জনাব আমার জিজ্ঞাসা, আমাদের দেশে বেশ আগে থেকেই মিলাদঃকিয়াম হয়ে আসছে তবে, উক্ত কর্মকান্ড যে বিদাত তাও এখন প্রমাণিত এবং নাবী-য়া রাসূল-য়া হাবীব এভাবে নবী(সা:) কে সম্বোধন করা আরবি ব্যাকরণনের দিক থেকেও সঠিক নয় বলে সহী-সুন্নাহ আলেমদের মত। তবে কিছুদিন ধরে সৌদির একটি টিভি চ্যানেলের ভিডিও প্রচার এর মাধ্যমে একদল মিলাদকে বৈধ এবং মিলাদের সুর করা বিষয়টাও বৈধ ও ব্যাকরণগত ভুল নাই বলে প্রচারণা চালাচ্ছে। বিষয়টির আমাদের সাধারণ জনগণকে পরিষ্কার করে জানাবেন বা আলোচনা করে উপকৃত করবেন বলে আশা করি। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যাকরণ দিয়ে ইবাদত করা যাবে না। রাসূলুল্লাহ সা. যেভাবে ইবাদত করতে বলে গিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে। কত চ্যানেল কত কিছু দেখাবে, সেদিকে তাকানো যাবে না।