মসজিদের প্রবেশ করে দুই রাকআত নামায আদায় করা সুন্নাত। এই নামাযের নাম কী এই নিয়ে টেনশন করার দরকার নেই। তবে অনেকেই এটাকে তাহিয়্যাতুল মসজিদ বলে। ফজর এবং মাগরিবের সময়ও পড়া যাবে। তবে একটা হাদীসে আছে لا صلاة بعد الصبح إلا سجدتان ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের সুন্নাত ছাড়া আর কোন নামায নেইভ। মুসনাদু আহমাদ, হাদীস নং ৫৮১১। হাদীসটি সহীহ।এই হিসাবে অনেকেই পড়তে নিষেধ করেছেন আবার অনেকেই অনুমতিও দিয়েছেন। মাগরিবের সময় কোন অসুবিধা নেই।