As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3011

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Apr 2014

প্রশ্ন

আস্সালামুআলাইকুম চট্টগ্রামে অনেক জায়গায় দেখা যাই, বাবা মা-মারা গেলে ওই ঘরের সন্তানরারা নাকি ১ বছর পর্যন্ত বিয়া করতে পারে না, এই কথা বিশ্বাস করে তারা সন্তানদের বিয়ে দেয় না, কথাটা কতোটুকু সত্যি জানতে চাই…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চট্টগামের এমন প্রচল আছে কি না জানি না। তবে যেখানেই এমন প্রচলন থাকুক না কেন এটা কুসংস্কার। কুরআন-হাদীসে এমন কোন নির্দেশনা নেই। বাবা-মা মারা যাওয়ার সাথে বিয়ের কোন সম্পর্ক নেই। যে কোন বময় বিয়ে করতে পারবে।