একজন ছেলে একটি মেয়েকে ভালবাসতো মাঝে মাঝে তার সাথে কথা বলত। একদিন ছেলেটি তার মাকে বলে । ছেলেটি মা মেয়েটির পরিবারে প্রস্তাব দেয়, কিন্তু মেয়ের পরিবার থেকে জানায় এখন তাকে বিবাহ দিবেনা । আর বলছি যদি ওদের পছন্দ থাকে তাহলে পরে দেখা যাবে। এখন ছেলেটা আর মেয়েটা গোপনে বিবাহ করতে চায় যাতে তারা গুণাহ মুক্ত থাকতে পারে । যদি এরূপ করে তাহলে তাদের বিবাহ শুদ্ধ হবে কিনা? আর যদি এভাবে বিবাহ না করে তাহলে তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ রাখতে পারবেনা তারা কথা বলতেেই থাকলে এখন করণিও কি? দয়া জানাবেন এ অবস্থায় তারা বিবাহ করলে বিবাহ শুদ্ধ হবে কিনা?