As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3003

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Apr 2014

প্রশ্ন

একজন ছেলে একটি মেয়েকে ভালবাসতো মাঝে মাঝে তার সাথে কথা বলত। একদিন ছেলেটি তার মাকে বলে । ছেলেটি মা মেয়েটির পরিবারে প্রস্তাব দেয়, কিন্তু মেয়ের পরিবার থেকে জানায় এখন তাকে বিবাহ দিবেনা । আর বলছি যদি ওদের পছন্দ থাকে তাহলে পরে দেখা যাবে। এখন ছেলেটা আর মেয়েটা গোপনে বিবাহ করতে চায় যাতে তারা গুণাহ মুক্ত থাকতে পারে । যদি এরূপ করে তাহলে তাদের বিবাহ শুদ্ধ হবে কিনা? আর যদি এভাবে বিবাহ না করে তাহলে তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ রাখতে পারবেনা তারা কথা বলতেেই থাকলে এখন করণিও কি? দয়া জানাবেন এ অবস্থায় তারা বিবাহ করলে বিবাহ শুদ্ধ হবে কিনা?

উত্তর

অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ শুদ্ধ নয়। বিবাহের আগে ছেলে-মেয়েদের এমন কথা-বার্তা নিষিদ্ধ। এই থেকে অবশ্যই বিরত থাকতে হবে।