As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3000

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Apr 2014

প্রশ্ন

আসসালামুআলাইকুম। স্যার আমি 3100 নম্বরের উত্তর যথাযথ ভাবে পেলাম। আপনারা বলেছেন যে ডিস্ট্রিবিউটর যদি বিক্রি করে তাহলে জায়েজ হবে না। আর আমরা তুলে বিক্রি করলে সমস্যা নেই। আমার প্রশ্ন হলো আমরা সিলিন্ডার তুলে সেই ডিস্ট্রিবিউটর বা কোনো দোকানে বিক্রি করি। তাই আমি distributor দের বোলেছি যে তুলে নিতে। কারোনে ওটা আমার। Plz aktu bujhiye bolun

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে মূলত সরকার আপনার কাছে বিক্রি করছে আর আপনি সেটা distributor দের কাছে বিক্রি করছেন। আর বিক্রির ক্ষেত্রে বস্তু হস্তগত না করা পর্যন্ত কারো কাছে বিক্রি করা নিষেধ। হাদীসে এসেছে, نَهَى أَنْ تُبَاعَ السِّلَعُ حَيْثُ تُبْتَاعُ حَتَّى يَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ কোন জিনিস বিক্রির পর তা বিক্রি করতে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন, যতক্ষন না ব্যবসায়ী সেটা তার কাছে না নিয়ে যায়। সুনানু আবু দাউদ, হাদীস নং ৩৫০১। সুতরাং আপনি গ্যস নিজের দায়িত্বে না নেয়া পর্যন্ত কারো কাছে বিক্রি করতে পারবেন না। অবশ্য কোন কোন আলেম খাদ্য নয় এমন জিনিসের ক্ষেত্রে হস্তগত হওয়া জরুরী নয় বলেছেন। তবে সতর্কতা হলো হস্তগত হওয়ার পর বিক্রি করা। আশা করি বুঝতে পেরেছেন।