As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2997

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 Apr 2014

প্রশ্ন

আস সালামুয়ালাইকুম। ১.স্যার বগলের চুল,নাভির নিচের চুল কাটা কি সুন্নাত? ৪১ দিন পর পর কি কাটতেই হবে? ২. নাভির নিচের চুল কতরা কাটতে হবে? মলদ্বারের পাশের চুল কি কাটতে হবে? বিস্তারিত জানালে খুব উপকৃত হব ইনশাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এগুলো কাটা গুরুত্বপূর্ণ সুন্নাত। মাঝে মাঝে পরিস্কার করবেন। ৪১ দিনের কোন সময়সীমা নেই। জায়গাটি যতটা সম্ভব পরিস্কার করে রাখবেন।