As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2994

বিচার আচার

প্রকাশকাল: 11 Apr 2014

প্রশ্ন

আমাদের এলাকার একজন ব্যাক্তি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ১০ ডিসিম জমি দান করে। মাদ্রাসা কমিটি সিদ্ধান্ত নিল মাদ্রাসার পাশাপাশি একটি মসজিদ নির্মাণ করবে। তাই কমিটির সিদ্ধান্তক্রমে উক্ত ব্যাক্তি দানকৃত জমি থেকে ৪ ডিসিম জমি মসজিদের জন্য দান করে। আমার প্রশ্ন হল
উক্ত প্রক্রিয়াটি সঠিক হয়েছে কিনা?
ভুল হলে সংশোধনের উপায় কি?
এতদিন এলাকাবাসীর আদায়কৃত নামাযে কোন সমস্যা হবে কিনা?
মাদ্রাসা ও মসজিদে একই কমিটি এবং পূর্বের কমিটি অপরিবর্তিত।

উত্তর

হ্যাঁ, উক্ত প্রক্রিয়াটি সঠিক হয়েছে।