আস-সালামু আলাইকুম, আমরা নামের প্রথমে মোঃ…………ইসলাম/আলী/আসান/হুসেন ………ইত্যাদি ব্যবহার করি তাছাড়া মেয়েদের জন্য আলাদা আলাদা ভাবে মোছাঃ………খাতুন ব্যবহার করা হয়ে থাকে। আমার প্রশ্ন হল কোরআন সুন্নাহের আলোকে কোন নিষেধাজ্ঞা আছে কি না?
যদি কোরআন সুন্নাহের এর উত্তম কিছু থাকে তাহলে জানাবেন।