As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2986

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Apr 2014

প্রশ্ন

হায়েজ অবস্থায় মোবাইলে কুরআন পড়া যাবে কি? বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর

হায়েজ অবস্থায় কুরআন পড়া যাবে না। মোবাইলেও না, দেখেও না, মুখস্থও না। তবে ওযু না থাকা অবস্থায় মুখস্থ পড়া যাবে। ওযু না থাকা অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে না, মোবাইলের স্কীনও স্পর্শ করবেন না।