আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমাদের গ্রামের একটি মাহফিলে রাজশাহীর এক বিশেষ বক্তা তামাকের বিরুদ্ধে কিছু কথা বললেন। একটু পরেই প্রধান বক্তা এসে ঐ বক্তাকে তামাকের বিষয়ে তাকে জাহেল প্রমাণ করলেন যে তামাকের নাকি শাক হিসেবে খাওয়া যাবে,। দুই জনের বক্তব্যের কারনে সাধারন মানুষ বিভ্রান্ত হল। জানতে চাই কোরআন নুন্নাহের আলোকে তামাকের বিধান কি?