As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2978

বিবিধ

প্রকাশকাল: 26 Mar 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, নবী স: নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করতে নিষেধ করেছেন। (সুতরা ছাড়া) অনেকসময় দেখা যায় অনেকে নামাজ পড়তেছে আর জামায়াত দাঁড়িয়ে গেছে যে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে না গেলে কাতার ফাকা থাকে। তখন কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একটু দেখে-শুনে গেলে নামাযের সামনে দিয়ে যাওয়া লাগে না। আশা করি বুঝতে পেরেছেন।