বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্যাবসা করা এবং আন্তর্জাতিক শেয়ার মার্কেটে ব্যাবসা করা হালাল কি না?
উত্তর
সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলোর শেয়ার কেনা-বেচার ব্যবসা করতে পারেন। তবে এই ব্যবসাতে হারামের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশী থাকায় অন্য কোন স্বচ্ছ ও সুন্দর ব্যবসা করা উত্তম বলে মনে হয়।