As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2952

লেনদেন

প্রকাশকাল: 28 Feb 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একটি বিষয়ে জানতে চাই। ডাক্তারদের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে থাকেন। সেগুলো ঔষধের স্যাম্পল, কলম, প্যাড থেকে শুরু করে ঔষধের নাম অংকিত বিভিন্ন শুকনা খাবার, কস্মেটিক্স, ইলেক্ট্রনিক্স, কাপড়, বাসন বা উপহার সামগ্রী হয়ে থাকে। কখনও কখনও কাউকে অনেক দামী উপহার, কোন ভ্রমনের পুরা খরচ, কোথাও বেড়াতে গেলে গাড়ী বা বাহন দেয়া, বা নামী দামী হোটেলে ছুটি কাটানোর অফার দিয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তারের চাওয়া ছাড়াই ঔষধ কোম্পানি এসব অফার দিয়ে থাকেন। সরাসরি কোন লেনদেন বা বিনিময়ের ব্যাপার থাকেনা। আমার প্রশ্ন ইসলামি দৃষ্টিকোণ থেকে একজন ডাক্তারের এসব উপহার বা অফার গ্রহন করা জায়েয হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এই ধরণের একটি প্রশ্নের উত্তর স্যার. রহি. এর তত্বাবধানে দেয়া হয়েছিল। সেই প্রশ্ন ও উত্তর দিয়ে দিলাম। শায়েখ আসসালামু আলাইকুম ।আমার প্রশ্ন হচ্ছে যে, বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে ডাক্তারদের বিভিন্ন জিনিস উপহার দেওয়া হয় । কোন ডাক্তার সেই জিনিসগুলো গ্রহণ করলে সেটা কী ঘুষ হিসেবে গণ্য হবে? হ্যাঁ, এটা ঘুষ হিসাবেই গণ্য। কারণ এটা কোন কিছুর বিনিময় ছাড়াই চিকিৎসক পেয়ে থাকে এবং এই কারণে চিকিৎসক রোগীর জন্য সর্বোচ্চ উপকারী ও সহজ ঔষধ লেখার চেয়ে নিজের জন্য বা কোম্পানির জন্য অধিক উপকারী ঔষধ লিখতে প্ররোচিত হন। এ ধরণের সুবিধাগুলো সবই অনৈতিক ও হারাম। এটা আমাদের দেয়া 0101 নং প্রশ্নের উত্তর।