As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2950

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Feb 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি আমার পরিবার নিয়া আলাদা থাকি, প্রতি বছর কুরবানীর সময় বাবার বাসায় যাই, বাবা কোরবানিতে আমি টাকা দিই না, কিন্তু তখন আমার সামর্থ্যও কম ছিল, আমার বাবা আমার কাছে ২,৫০,০০০ টাকা পাবে, আবার এই ঈদে আমি বুনাসও পাব,
আমার প্রশ্ন হল এখন কি আমি কুরবানীর জন্য বাবাকে আলাদা করে টাকা দিব? না কুরবানীর জন্য টাকা না দিয়ে বাবার কর্জের টাকা দিব? বাবা আমাদের পক্ষেও কুরবানী করবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কর্জের টাকাটা আগে দেন। এরপর আপনার কাছে টাকা থাকলে আপনি আপনার আব্বাকে কুরবানীর পশু কিনতে সাহায্য করবেন। নিজে কিনলেও কিনতে পারেন।