As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2944

যাকাত

প্রকাশকাল: 20 Feb 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার 60–70 টি ছাগল আছে। সবই একটি খামারে পালিত হয় এবং তা হতে বিক্রি করে সংসার চালাতে হয় । আমি এর জাকাত কিভাবে দেব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ছাগলগুলো ব্যবসার সম্পদ হিসাবে গণ্য। আপনি মোট ছাগলের আনুমানিক মূল্য হিসাব করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন।