ওয়া আলাইকুমুস সালাম। ১। নাময কসর করার জন্য ৪৮ মাইল বা ৭৮ কি. মি. এর বেশী অতিক্রম করতে হয় এমন কোথাও সফর করা জরুরী। এর কম হলে কসর করা যাবে না। ৪৮ মাইল বা ৭৮ কি. মি. এর বেশী অতিক্রম করতে হয় এমন কোথাও সফর করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিজ এলাকা ছাড়ার পর কসর করতে হবে। উল্লেখ্য স্থানীয় ইমামের পিছনে নামায আদায় করলে কসর করতে হয় না। আর সুযোগ থাকলে জামাতে নামায পড়ায় শ্রেয়। ২। বিষয়টি নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে। অধিকাংশ আলেম বলেছেন, সফরের মধ্যে অর্থাৎ ৭৮ কি.মি. বা তার চেয়ে বেশী পখ অতিক্রম করার উদ্দেশ্যে বের হলে রাস্তায় যোহার এবং আসার আর মাগরিব এবং এশা একসাথে যে কোন ওয়াক্তে (যুহর কিংবা আসরের ওয়ক্তে যুহর ও আসর এবং মাগরিব কিংবা এশার ওয়াক্তে মাগরিব ও এশা) আদায় করা জায়েজ।হানাফী মাজহাবে দুই নামায একত্র করা জায়েজ নেই। তবে তারা বলেন, যদি যুহরের শেষ ওয়াক্তে যুহর এবং আসরের প্রথম ওয়াক্তে আসর পড়ে, তেমনিভাবে মাগরিবের শেষ ওয়াক্তে মাগরিব এবং এশার প্রথম ওয়াক্তে এশা পড়ে তাহলে এটা জায়েজ হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন: আমাদের দেয়া 2801 নাম্বার প্রশ্নের উত্তর। কিংবা http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=6846