As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2941

সালাত

প্রকাশকাল: 17 Feb 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ১. আমি বেলজিয়ামের হাসেল্ট শহরে থাকি। হাসেল্ট থেকে ব্রাসেলস শহরে যেতে (ট্রেনে) প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগে। দূরত্ব প্রায় ৮০ কি.মি.। মাঝে মাঝে ব্রাসেলস শহরে ২-৩ দিন থাকি। আমার প্রশ্নঃ এতো কম সময়ে খুব আরামের জার্নিতে সফর করলে কি নামায কসর করব? নাময কসরের নিয়ম কি এবং কখন কখন করতে হবে? ২. আমি শুনছি আল্লাহর জন্য ফরজ নামায শুধু ২ রাকাত এবং বাকি রাকাত মা-বাবার জন্য। যেমনঃ যোহরের নামায ৪ রাকাত, এখানে ২ রাকাত আল্লাহর জন্য, ১ রাকাত মা এবং ১ রাকাত বাবার জন্য। আদম আঃ এর উপর ফজর ২ রাকাত নামায ফরজ ছিল। কারন ওনার মা-বাবা ছিলনা। ইশা আঃ এর উপর মাগরিবের ৩ রাকাত নামায ফরজ ছিল। ওনার বাবা ছিল না। ২ রাকাত আল্লাহর জন্য এবং ১ রাকাত ওনার মা মরিয়ম আঃ এর জন্য। এই কথাগুলি কি ঠিক? কোন হাদিসে আছে? ৩. চার রাকাত বিশিস্ট নামাজে অনেক সময় ২ রাকাত পড়ে তাশাহুদ এর পর ভুলে দুরুদ পড়ে ফেলি। এই রকম ভুল হলে সাহু সেজদা দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ব্রাসেলস শহরে আপনি যেখানে থাকেন সেখানে যদি মসজিদ থাকে তাহলে আপনি মসজিদে নামায আদায় করবেন। আর স্থানীয় ইমামের পিছনে নামায আদায় করলে কসর করতে হয় না। সুযোগ থাকলে মসজদে জামাতে নামায পড়া আবশ্যক।যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে তাহেল স্থানীয় কারো ইমামতিতে নামায আদায় করবেন। সেক্ষেত্রেও পূর্ণ নামায পড়বেন।যদি কোন কারণে একাকী নামায আদায় করতে হয় তাহলেই কেবল আপনি কসর করবেন অর্থাৎ ৪ রাকআত বিশিষ্ট নামাযগুলো ২ রাকআত পড়বেন। সফরের মাঝেও যদি নামায পড়েন তাহলেও উপরের নিয়ম প্রযোজ্য। বিস্তারিত জানতে দেখতে পারেন, https://islamqa.info/ar/111894 ২। আপনার শোনা ভুল। এগুলো বানোয়াট কথা।