আসসালামুয়ালাইকুম। ১. আমি বেলজিয়ামের হাসেল্ট শহরে থাকি। হাসেল্ট থেকে ব্রাসেলস শহরে যেতে (ট্রেনে) প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগে। দূরত্ব প্রায় ৮০ কি.মি.। মাঝে মাঝে ব্রাসেলস শহরে ২-৩ দিন থাকি। আমার প্রশ্নঃ এতো কম সময়ে খুব আরামের জার্নিতে সফর করলে কি নামায কসর করব? নাময কসরের নিয়ম কি এবং কখন কখন করতে হবে? ২. আমি শুনছি আল্লাহর জন্য ফরজ নামায শুধু ২ রাকাত এবং বাকি রাকাত মা-বাবার জন্য। যেমনঃ যোহরের নামায ৪ রাকাত, এখানে ২ রাকাত আল্লাহর জন্য, ১ রাকাত মা এবং ১ রাকাত বাবার জন্য। আদম আঃ এর উপর ফজর ২ রাকাত নামায ফরজ ছিল। কারন ওনার মা-বাবা ছিলনা। ইশা আঃ এর উপর মাগরিবের ৩ রাকাত নামায ফরজ ছিল। ওনার বাবা ছিল না। ২ রাকাত আল্লাহর জন্য এবং ১ রাকাত ওনার মা মরিয়ম আঃ এর জন্য। এই কথাগুলি কি ঠিক? কোন হাদিসে আছে? ৩. চার রাকাত বিশিস্ট নামাজে অনেক সময় ২ রাকাত পড়ে তাশাহুদ এর পর ভুলে দুরুদ পড়ে ফেলি। এই রকম ভুল হলে সাহু সেজদা দিতে হবে?