আস সালামু আলাইকুম, নতুন বাড়ি, দোকান উদ্বোধনের সুন্নাত সম্মত বিধান কি? আমাদের দেশে তো মিলাদ দিয়ে দোয়া করা হয়,তারপর মিষ্টি মুখ করানো হয়,এটা করা যাবে কিনা?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। নতুন বাড়ি বা দোকান উদ্বোধনের সময় আল্লাহর কাছে দুআ করতে হবে যেন তিনি নিরাপদে রাখেন, রবকত দান করেন। নির্দিষ্ট কোন আনুষ্ঠানিকতার কথা হাদীসে নেই। তবে আমাদের দেশে যা করা হয়, কোন আলেমকে নিয়ে এসে দুআ করানো, এটা বৈধ। তবে মিলাদের নামে কিছু বিদআত আছে সেটা এক্ষেত্রেও বৈধ নয়।