As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2931

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Feb 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) জামাআতে চার রাকআত বিশিষ্ট ফরজ সালাতের তৃতীয় রাকাআতে সালাত ধরতে পারলে চতুর্থ রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী অবশিষ্ট রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো। ০২) জামাআতে মাগরিবের সালাতের দ্বিতীয় রাকাআতে সালাত ধরতে পারলে তৃতীয় রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতে সূরা ফাতিহার পরে নির্দিষ্ট কোন সূরা পড়ার কথা হাদীসে নেই। সূরা ফাতিহার পরে কুরআন শরীফ পড়তে হবে। সুতরাং কোন কোন সূরা পড়তে হবে দলীলসহ জানারও কোন দরকার নেই। যে কোন সূরা পড়লেই হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোন সূরা পড়লেই হবে। আর যদি এক রাকআত না পান তাহলে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ে উক্ত রাকআত শেষ করবেন। মাগরিব হোক আর অন্য যে কোন ওয়াক্ত হোক। আশা করি বুঝতে পেরেছেন।