As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2928

যাকাত

প্রকাশকাল: 4 Feb 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। স্যার আমরা জানি সাড়ে সাত ভরি সোনা ও সাড়ে বাহান্ন ভরি রুপা থাকলে জাকাত ফরজ হয়। সাড়ে বাহান্ন ভরি রুপা = প্রায় ৪০০০০ টাকা ও সাড়ে সাত ভরি সোনার মূল্য = প্রায় ২৫০০০০ টাকা। আমার কাছে শুধু ২ ভরি সোনা আছে। ১. আমার কি জাকাত ফরজ হয়েছে? ২.আমার ১ বন্ধুর কাছে শুধু মাত্র মাত্র ৭০ হাজার টাকা আছে তার কি যাকাত দিতে হবে? ৩.জাকাতের নিসাবেরর পরিমান সোনা, রুপো এর মধ্যে কোনটির হিসাব নেব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। শুধু দুই ভরি সোনা থাকলে যাকাত ওয়াজিব হবে না। ২। রোপার নিসাব অনুযায়ী আপনার বন্ধুর উপর ৭০ হাজার টাকা থাকার কারণে যাকাত ওয়াজিব। ৩। রোপার নিসাব অনুযায়ী সাধারণত হিসাব করা হয়। তবে বর্তমানে রোপার দাম কমে যাওয়ায় অনেকেই সোনার নিসাব অনুযায়ী হিসাব করতে বলেছেন।