আসসালামুয়ালাইকুম। স্যার আমরা জানি সাড়ে সাত ভরি সোনা ও সাড়ে বাহান্ন ভরি রুপা থাকলে জাকাত ফরজ হয়। সাড়ে বাহান্ন ভরি রুপা = প্রায় ৪০০০০ টাকা ও সাড়ে সাত ভরি সোনার মূল্য = প্রায় ২৫০০০০ টাকা। আমার কাছে শুধু ২ ভরি সোনা আছে। ১. আমার কি জাকাত ফরজ হয়েছে? ২.আমার ১ বন্ধুর কাছে শুধু মাত্র মাত্র ৭০ হাজার টাকা আছে তার কি যাকাত দিতে হবে? ৩.জাকাতের নিসাবেরর পরিমান সোনা, রুপো এর মধ্যে কোনটির হিসাব নেব?