As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2926

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Feb 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমরা কদরের রাতে দুআ পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন……ফাফুয়াননি। এই পর্যন্ত। কিন্তু আমাদের মসজিদের ইমাম এরসঙ্গে আরো কিছু যুক্ত করে ইয়া গফুর ইয়া গাফুরু ইয়া গফুর। এই পর্যন্ত বলে। ১. Akhon এই অতিরিক্ত শব্দ গুলো বলে কি গুনাহ্ হবে?
২.নাকি ফাফুয়াননি পর্যন্ত বলবো? কোনটা সহীহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে ফাফুয়াননি পর্যন্ত আছে। তবে ইয়া গাফুর পড়লে সমস্যা নেই।