As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2918

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Jan 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম, আমার প্রথম প্রশ্ন হল- নামায রোজা মানত করা যাবে কিনা..যেমন আমার অমুক কাজটা হলে, আমি ৩ টা রোযা রাখবো. …
২য় প্রশ্ন হল- জামায়াতে নামাযে ইমামের পিছনে তাকবীর বলতে হবে কিনা? ইমাম যখন রুকুতে, সিজদায় তাকবীর বলে তখন কি মুক্তাদীর তাকবীর বলতে হবে? জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এমন মানত করতে পারবেন। ২। হ্যাঁ, রুকু-সাজদাতে ইমামের তাকবীরের সময় মুক্তদি তাকবীর দিবেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا নিশ্চয় ইমাম নির্ধারণ করা হয়েছে তার মাধ্যমে সালাত পূর্ণ করার জন্য। যখন সে তাকবীর দিবে তোমরা তখন তাকবীর দিবে, যখন সে রুকু করবে তখন তোমরা রুকু করবে…। সহীহ বুখারী, হাদীস নং ৭৩৪