As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 291

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Nov 2006

প্রশ্ন

আস্সালামু আলাইকুম আমার মা একজন চাকুরিজীবি হওয়ায় অনেক সুদি ব্যাংকের সাথে জরিত মানে লোন নেয় | কিন্তু আমি তার সন্তান হওয়ায় খুব কষ্ট লাগে কারণ আমি ইসলামিক নির্দেশনা পালন করার চেষ্টা করি | আমি অনেক বদরাগী একটুতেই রেগে যাই | আমি তাকে কিভাবে বুঝাব যে সুদযুক্ত ব্যাংকের সাথে লেনদেন করা উচিত নয়|

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। মায়ের সাথে সদাচারণ সর্ব অবস্থায় ফরয। কোনোভাবেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্ভব হলে আদবের সাথে তাকে বুঝাবেন। যেমন, মা, আমি তোমার সাথেই জান্নাতে থাকতে চাই, তুমি সুদের সাথে জড়িত হলে তো জান্নাতে তোমাকে পাব না, মা তুমি সুদ থেকে মুক্ত হও। পাশাপাশি দুআ করতে থাকুন। আল্লাহ আপনার মাকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন।