আসসালামুআলাইকুম। স্যার আমার কাছে 6 লাখ টাকা এবং 40 টি ছাগল আছে। আমি কি ভাবে যাকাতের হিসাব করবো? যেহেতু 6লাখ টাকার যাকাত দিতেই হবে। এবং 40 টি ছাগল এর কি যাকাত দিতে হবে।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ছাগলগুলো যদি বছরের ৬ মাসের বেশী সময় বাইরে চরে খাবার খায় অর্থাৎ আপনি খাবারের জন্য কোন খরচ না করেন তাহলে ৪০টি ছাগলে ১টি ছাগল দিতে হবে। টাকার যাকাত আলাদা দিতে হবে।