আস-সালামু আলােইকুম। স্যার আমি খুব টেনশন এ আছি যাকাত এর ব্যাপারে। প্লিজ পুঙ্খানুপুঙ্খভাবে জানাবেন
১. আমার কাছে ৬ লক্ষ টাকা ৩ ভরি সোনা ১০ ভরি রুপো আছে। এখন আমি কত যাকাত দেব, যেহেতু ৬ লক্ষ টাকার জাকাত দিতে হবে, কিন্তু সোনা রুপার পরিমাণ যা তাতে যাকাতের নিসাব হয়নি। সেক্ষেত্রে আমি কি শুধু ৬ লখ টাকার উপরে যাকাত দেব? নাকি ৬ লক্ষ টাকা এবং সোনা, রুপা এই ৩ খাতের এক সঙ্গে হিসাব করে যাকাত আদায় করব? প্লিজ বিস্তারিত জানাবেন। ২. আমার ১ আত্মীয় রাজমিস্ত্রি কাজ করে। তারা ঘর ভেঙ্গে নতুন ঘর করবে। তাদের কাছে কিছু টাকা আছে, তবে ঘর কমপ্লিট করার জন্য অত তাকা নেই। তাই ধার করে, ব্যাংক থেকে লন নিয়েছে এবং আমার কাছে ৫ হাজার টাকা ধার হিসাবে চাইছে। আমার যাকাতের টাকা থেকে ৫ হাজার তাকা যাকাত হিসাবে তাদের কে দিতে চাই এবং তাদের কাছ থেকে আমি এই টাকাটা আমি ফেরত নেবনা যেহেতু আমি তাকে যাকাত হিসাবে দেব এবং ৫ হাজাড় টাকাটা যাকাত হিসাবে তাদের দিচ্ছি এটা তাদের বলিনি । এখন আমি কী তাদের ৫ হাজার টাকা যাকাত হিসাবে দিতে পাড়বো? প্লিজ জানান।