আস সালামু আলাইকুম। স্যার আমার বাড়ি কলকাতা। ২০১৮ তে আমাদের কলকাতাতে ফিতরা ৪৫ টাকা ইমাম সাহেব বলেছে। আমি ৮০ টাকা ফিতরা হিসাবে একটি মাদ্রাসাতে দিয়েছি। এখন আমার প্রশ্ন হল যেহেতু ৪৫ টাকা ফিতরা, তাই ৮০ টাকার মধ্যে ৪৫ টাকা ফিতরা এবং বাকি ৩৫ টাকা দান হিসাবে হবে? নাকি পুরো ৮০ টাকাই ফিতরা হিসাবে কবুল হবে?