As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2906

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jan 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমার বাড়ি কলকাতা। ২০১৮ তে আমাদের কলকাতাতে ফিতরা ৪৫ টাকা ইমাম সাহেব বলেছে। আমি ৮০ টাকা ফিতরা হিসাবে একটি মাদ্রাসাতে দিয়েছি। এখন আমার প্রশ্ন হল যেহেতু ৪৫ টাকা ফিতরা, তাই ৮০ টাকার মধ্যে ৪৫ টাকা ফিতরা এবং বাকি ৩৫ টাকা দান হিসাবে হবে? নাকি পুরো ৮০ টাকাই ফিতরা হিসাবে কবুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফিতরার সর্বনিম্ন রেট ৪৫ টাকা, উপরে আপনি বেশী যত ইচ্ছা দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।