As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2901

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Jan 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় ভাই, আমার মা বাবা কবর পূজারী ছিল একটা মাজারের। আল্হামদুলিল্লাহ আমাদের দাওয়াত এর ফলে আমার মা এবং বাবা এখন আর কবরপূজা করে না….এর চেয়ে বড় বিষয় হলো। …আমার যে দাদা ছিলেন। তিনিও ছিলেন ওই একেই মাজারের কবরপূজারী। আর আমার দাদার মৃত্যুর পর তার কবরকে নিয়েও অনেক মানুষ কবর পূজা করে। আর আমার বাবাকে যদি বলি আপনার বাবা ভুল করছে। তাও তিনি বিশ্বাস করেন। কিন্তু আমার অন্নান্য চাচারা তার কবরে মিলাদ দেই. আর আমার বাবা সমাজ ঠেকানোর জন্য ওই মিলাদ এ টাকা দেয়। তাছাড়া আমার বাবার ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা লোন আছে। আমরা যদি বলি আপনি লোন এর টাকা পরিশোধ করেন। দরকার হলে ১ বিঘা জমি বিক্রয় করে হলে ও লোন পরিশোধ করেন। কিন্তু তিনি বলেন যে লোন আছে তা ২/১ বছর কষ্ট করে লোন পরিশোধ করবে এবং আর পরে আর কখনও লোন নিবে না….
ভাই (আল্হামদুলিল্লাহ ! আমি চাকরি করি) আর আমি মনে করি আমার মা বাবা আশেপাশের লোকদের কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারছে না..
প্রিয় ভাই এখন আমার প্রশ্ন হলো :
(১) আমি কি আমার মা বাবা এর সাথে থাকতে পারবো?
(২) তার বাড়িতে খেতে পারবো?
(৩) আমার পরিবারে যারা কবরপূজা করে তাদেরকে কি কাফের বলতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রিয় ভাই, আপনার দাওয়াতেই তো আপনার পিতা-মাতা কবর পূজা থেকে সরে এসেছে। আল্লাহর কাছে দুআ করি বাকী পাপটুকু থেকেও যেন তার সরে আসে। আপনি যদি এখন পিতা-মাতার সাথে না থাকনে তাহলে কে তাদেরকে বাকী পাপ থেকে ফিরে আসার দাওয়াত দিবে? আপনি অবশ্যই তাদের সাথে থাকবেন এবং পরিপূর্ণ ইসলামের পথে আসার জন্য ক্রমাগত বলতে থাকুন। থাকতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে, সকল বৈধ কাজই করতে হবে। কবর পূজাকে কুফুরী বলুন তবে পূজারীদেরকে কাফের বলবেন না। আপনি তাদেরকেও কৌশলে বুঝাতে থাকুন। আল্লাহ চাইলে তারাও একদিন ফিরে আসবে।