আমার নিজস্ব একখণ্ড আবাদ যোগ্য জমি আছে। ঐ জমির সাথে কিছু পরিমাণ সরকারি খাস জায়গাও মিশে আছে, তাও আবাদ যোগ্য এবং আমার দখলে আছে। জমি টা আমার পৈত্রিক সম্পত্তি- উত্তরাধিকার সূত্রে আমি মালিকানা প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে- ঐ সরকারি খাস জায়গাটুকো ভোগ-দখল করা ঠিক কি না, কুরআন-সুন্নার আলোকে জানতে চাই। বর্তমানে আমার জমিটা বিক্রি করতে যাচ্ছি, সাথে ঐ সরকারি খাস জায়গাটুকো (দখল স্বত্বে মালিকানা) বিক্রি করতে পারব কি না? বিক্রি করলে তা আমার জন্য হালাল হবে কি না? কোর-আন সুন্নাহর আলোকে তার সমাধান দিলে শায়খের নিকট কৃতজ্ঞ থাকব।