As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 289

বিবিধ

প্রকাশকাল: 14 Nov 2006

প্রশ্ন

১.আমাকে কিছু ভাল কুরআনের তাফসীর এবং এ সংক্রান্ত কিছু বইয়ের নাম বলুন, যাতে আমি তা থেকে সহীহ বুঝ নিতে পারি
২.আমাকে কিছু ভাল হাদিস কিতাবএবং এ সংক্রান্ত কিছু বইয়ের নাম বলুন, যাতে আমি তা থেকে সহীহ বুঝ নিতে পারি
উওরের আশায় রইলাম

উত্তর

তরজামা এবং সংক্ষিপ্ত তাফসীরের জন্য আপনি মাওলানা ত্বকী উসমানী রচিত মাওলানা হাবিবুর রহমান অনূদিত তাওযীহুল কুরআন পড়তে পারেন। বিস্তারিত তাফসীরের জন্য হাফেজ ইবনে কাসীর রচিত তাফসীরুল কুরআনীল আযীম (তাফসীরে ইবনে কাসীর) পড়তে পারেন। হাদীস পড়ার ক্ষেত্রে আপনি কুতুবে সিত্তা পড়বেন। এছাড়া রিয়াদুস সালেহীন এবং অন্যান্য বিষয়ভিত্তিক হাদীসের কিতাব পড়তে পারেন।