ওয়া আলাইকুমুস সালাম। রামাদানের রাতে যত বেশী সালাত আদায় করা যায় ততই ভাল। সুতরাং প্রথম রাতে ২০ রাকআত পড়ে শেষ রাতে ৮ রাকআত পড়া দোষের নয়, বরং খুবই ভাল। কেউ যদি আরো বেশী আদায় করতে চাই সে সুযোগও আছে। সুন্নাত সালাতের রাকআত সংখ্যা সাধারণত নির্দিষ্ট নয়। হাদীসে আছে مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. যে ব্যক্তি রামাদানে ঈমানের সাথে সওয়াবের নিয়তে সালাত আদায় করবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ৩৭।তারবাীহ ও কিয়ামুল লাইলের মধ্যে কোন পার্থক্য নেই। তবে আমাদের দেশে প্রথম রাতের সালাত কে তারাবীহ বলে আর শেষ রাাতের সালাতকে কিয়ামুল লাইল বলে। তারবীহ বলুন আর কিয়ামুল লাইল বলুন প্রথম রাতে থেকে শেষ রাতে আদায় করা উত্তম।