As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2885

সালাত

প্রকাশকাল: 23 Dec 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুসাফির ব্যাক্তি জুমআর আগে ও পরের সুন্নাত পরতে পারবে, তাছাড়া ফজরের আগের সুন্নাত, জহরের সুন্নাত পরতে পারবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাঁ, সকল সুন্নত পড়তে পারবে। পড়লে সওয়াব হবে। ফরজ একাকী আদায় করলে চার রাকআত বিশিষ্ট সালাতগুলো ২ রাকআত পড়বে। তবে স্থানীয় ইমামের পিছনে আদায় করলে পূর্ণ সালাতই আদায় করবে।